গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ্ স্কুল এন্ড কলেজের ৭৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী সোমবার শরীফ উল্লাহ্ স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আশরাফুল আলম, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, দাতা সদস্য শাহআলম ফকির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ উল্লাহ্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ্। এসময় প্রধান অতিথির বক্তৃতায় মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটায়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।