1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
বিষ্ণুপুর, কল‌্যাণপুর ও বা‌লিয়া ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প্রা‌র্থি মিজানুর রহমান কালু ভূঁইয়ার গণসং‌যোগ হাজীগঞ্জে বিএনপি থেকে ২ জনকে বহিষ্কার ফরিদগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক মতলব উত্তরে সটাকী বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন  ছেংগারচর স্কুলের সামনে ভাঙা সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আকাল// মাছ ঘাটে ইলিশ শূর্ণ শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি শা‌ন্তি‌প্রিয় মতলববাসীর প্রতি শা‌ন্তির বার্তা নি‌য়ে যুদ্ধাহত বীর মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদুদ মুরাদনগরে অন্তসত্বা গৃহবধূ হত্যাকারী স্বামী আটক বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৮২ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।  ১৩ মার্চ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও ফারজানা  বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের  সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগকে স্মরণ করছি। পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিছুদিন আগে আমরা একুশে ফেব্রুয়ারি পালন করেছির।সেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই।যারা এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তাদের অনেকেই প্রয়াত হয়েছেন। আমি এ বিদ্যালয় নিয়ে বেশি কিছু বলতে চাইনা, এ বিদ্যালয়টিতে আমাদের এ অঞ্চলের ছেলে মেয়েরাই পড়া লেখা করছে। ১৯৭২ সালে যখন এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় তখন এ অঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। কালের বিবর্তনে এ প্রতিষ্ঠানটি প্রাথমিক থেকে মাধ্যমিকে পর্যায় থেকে উচ্চ মাধ্যমিকে এগিয়ে যাচ্ছি। বাকিটা সময়ের ব্যাপার। এখানে মেয়েদের জন্য কোনো কলেজ না থাকার তরুনীরা এসসি পরীক্ষার পর আর কলেজে পড়তে পারেনা তাদের কে না হয় পড়া লেখা ছেড়ে দিতে হয় না হয় স্বামীর বাড়িতে যেতে হয়।সে যে স্কুলটিতে মাধ্যমিক পড়া লেখা করেছে সে সেই বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পাশ যাতে করতে পারে সে জন্য শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর পৌরসভার পরিচালিত ৩ টি উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন করে দিয়েছেন।আর এই শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করেছেন। ইন্টারমিডিয়েট পাশ করলে সে মেচুয়েটি ডেভলপ হবে। মেট্রিক আর ইন্টারমিডিয়েট এ দু বছরে মানসিকতার অনেক পরিবর্তন হয়। তার যেমন একটা পরিবর্তন হবে তেমনি তার পরিবারের একটা পরিবর্তন হবে।ইন্টারমিডিয়েটপাশ করলে পরিবারের আগ্রহ বাড়ে যেন তার মেয়ে ডিগ্রী বা মাস্টার্স পড়ে। তাই আমি মনে করি স্কুলের সাথে স্কুলের উত্তরন ঘটবে চারপাশের পরিবর্তন ঘটবে। এ চিন্তা থেকে আমরা চেষ্টাটা করেছি।  যাদের নিয়ে প্রতিষ্ঠানটি তাদের ও বড় ধরনের পরিবর্তন ঘটবে।আমরা সৌভাগ্যবান আমাদের মাটি ও মানুষের নেতা আমাদের দীপু আপা সরকারের শিক্ষা মন্ত্রী। তিনি শিক্ষা মন্ত্রী থাকার সুযোগে  আমাদের যে কাজ গুলো দুস্বপ্ন  মনে হয় তা সহজ হয়ে যায়। আমাতের বিদ্যালয়টি কলেজ করার বিষয়টি অনেক জটিলতা ছিল আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো বিকেলের প্রধান শিক্ষক ওমর ফারুক স্যার কে। তার ক্রমাগত চাপ না থাকতো ও আগ্রহ না থাকতো তাহলে আমাদের প্রতিষ্ঠানটি কলেজে রূপান্ত কর দেরী হতো।আমাদের প্রিয় নেতা শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি আপা থাকার কারণে বিষয়টা একেবারে সহজ হয়ে গেছে।আপা থাকার কারণে আরো সহজ হয়েছে ভবনটি দ্রুত উপরের দিকে উঠছে। এটাও হচরছে আমাদের শিক্ষা মন্ত্রীর কারণে। আমাদের পৌরসভার ৭ টা বিদ্যালয়। তার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়  ৩ টি আর প্রাথমিক বিদ্যালয় ৪ টি। মাধ্যমিক বিদ্যালয়  ৩ টির বহুতল ভবন আমরা পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা ভবন গুলি পেয়েছি। বিদ্যালয়ে যে সব কাজ বাকী রয়েছ৷ আমরা দ্রুত সময়ের মধ্যে করা হবে, যেহেতু আমাদের আপা পাশে আছে আমরা শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় নিয়ে আরো ভাবছি। আমাদের কিছু শর্ত আছে আমাদের ভুমির পরিমান ৭৫ শতাংশ থাকতে হবে কলেজ করা হলে । আমাদের বিদ্যালয়ের ৭৫ শতাংশের কাছাকাছি ভুমি রয়েছে। অনেক ভূমি আমাদের দখলে আছে, কিছু জমি মামলা চলমান। আমরা এবার লড়াইটা ও চলবে  তা মাঠে ও করবো কোটেও চলবে। আশাদের জমি উদ্ধারের জন্য। আমাদের জমি আমরা নেব। আমরা যদি সবাই মিলে এক সাথে থাকি একটি প্রতিষ্ঠানের জায়গা কেউ খেয়ে ফেলতে পারবে না। আমি শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে বিশেষ কৃতজ্ঞতা জানাই,আপনারা শহীদ যাবে উচ্চ বিদ্যালয়ের একাডেমিকে বড় অর্জন আপনাদের মাধ্যমে হয়েছে। আমাদের বিদ্যালয়ে এ বছর শতভাগ পাস করেছে। এটি আপনাদের কারণে সম্ভব হয়েছে। আমি পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবারো কৃতজ্ঞতা জানা। আমি বিশ্বাস করি এটি যেমন আপনাদেরকে অনুপ্রাণিত করেছে তেমনি আমাদের কেউ করেছে। কবি বাবার জয় কেউ করবে। তারা ভাববে এই বিদ্যালয়ে ভালো  পড়ালেখা হচ্ছে। অভিভাবকদের আগ্রহ বাড়বে ও বিদ্যালয়ের চাপ বাড়বে, এই চাপ হবে সুখের চাপ। তারা ভাববে এই বিদ্যালয়ের ভালো এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চায়। সেই সুখের চাপটা আমরা  ইনশাল্লাহ ভালোভাবে মোকাবেলা করব, ভাল ফলাফল করলে আমাদের চাপটার স্বার্থক হবে। তোমরা যারা আজকে ক্রীয়া প্রতিযোগিতার পূর্বে নৃত্য করেছ খুব সুন্দর হয়েছে। আজকে যারা পুরুস্কার পাবে তাাদের মাঝে আনন্দ, আর যারা পুরস্কার পাওয়নি তোমরা চেষ্টা করবে আগামীতে ভাল করার জন্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অফিসার  কামার হোসেন।প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,
স্বাগত বক্তব্য রাখেন পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক,কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী,আয়শা রহমান,খালেদা বেগম,ইউনুস সোয়েব, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এম আই মমিন খান।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ৪২ টি ইভেন্টে ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপস্হিত ছিলেন,জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি,মিবুর রহমান মাইজ্জাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ফারজানা  বেগমের সঞ্চালনায়
কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী  মেহেদী হাসান, মানপত্র পাঠ করে  এসএসসি পরীক্ষার্থী আফরোজা নাদিয়া

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews