1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান  চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অবসান হলো লি যুগের

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র ঈদ প্রস্তুতি সভা বিস্তারিত ……..

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে

নির্বিঘেন্নে লঞ্চযাত্রীরা যেন তাদের গন্তব্যে পৌছতে পারে সে ব্যাপারে সবাইকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান

মানিক দাস : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় নৌপথে দক্ষিনাঞ্চলসহ বিভিন্ন জেলার মানুষ চাঁদপুর নদী বন্দর ব্যাবহার করে থাকেন, আর এই নদীপথে আসা যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌছতে পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষ সবাইকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বিআইডব্লিউটিএ এর আয়োজনে যাত্রী হয়রানী বন্ধ ও শৃঙ্খলার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় নৌ ফাড়ি পুলিশের কার্যালয়ে উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তায় কাজ করে যাব। পূর্বে যেভাবে যাত্রীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবার আরও বেশী নিরাপত্তা দেওয়া হবে। আমরা লঞ্চ ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করব। যাত্রীদের নির্বিঘেœ বাড়ি যাওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ ঘাটে রাখতে হবে। যাত্রীরা যেন কষ্ট না পায় সেদিকে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে।

প্রতিবছরের ন্যায় এবছরও দক্ষিনাঞ্চলের যাত্রীদের জন্য অতিরিক্ত লঞ্চ চালু থাকবে। রোভার স্কাউটের পাশাপাশি আনসারদেরও ব্যবস্থা থাকবে। লঞ্চে আসা যাত্রীদের জন্য ফ্রী বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে। লঞ্চের ভাড়া বাড়ানোর কোন সম্ভাবনা নেই। আগামী ৩০ মে থেকে পরবর্তী মাসের ১২ তারিখ পর্যন্ত লঞ্চ ঘাটে কন্ট্রোল রুম চালু থাকভে।

আমরা সবাই মিলে একত্রে কাজ করে যাত্রীরদর নির্বিঘেœ বাড়ি পাঠাব। ঈদের পূর্বের ৭ দিনে আগে ও পরের ৭ দিন পর্যন্ত কোন প্রকারে বাল্বথ্রেড চলাচল করতে পারবে না। ১লা জুন থেকে লঞ্চ ঘাটে ম্যাজিষ্ট্রেট পাঠানো হবে। তখন কেউ অন্যায় অপরাধ করলে তাদেরকে আইনের ব্যবস্থা নিয়ে কোন সুপারিশ আমরা শুনব না। ঈদের সময়লঞ্চের রোড লেভেল ক্রস করা মাত্্রই ঘাট থেকে লঞ্চ ছেড়ে যেতে হবে। কোন লঞ্চের সময়সীমা তখন থাকবেনা। যাত্রী হওয়া মাত্রই লঞ্চঘাট থেকে ছেড়ে যেতে হবে।

এসময় তিনি লঞ্চ মালিক সমিতির উদ্দ্যেশে বলেন, প্রতিটি লঞ্চে ময়লা ফালার ঝুড়ির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে এবং সেই ময়লা নদীতে ফেলা যাবে না। লঞ্চের ছাদে (টপ ছাদে) যাত্রী উঠানো যাবে না, হলে জরিমানা করা হবে লঞ্চ কর্তৃপক্ষকে। লঞ্চ অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না। লঞ্চ স্টাফদের মাসের শুরু থেকেই লঞ্চ কর্তৃপক্ষের পোষাক থাকতে হবে। লঞ্চ ঘাটে যাতে কুলি দ্বারা যাত্রীরা হয়রানি না হয় সেদিকে ইজারাদার ও বিআইডব্লিউ কর্মকর্তাদের দৃষ্টি রাখতে হবে। সরকারের নির্ধারিত মূল্য তালিকা লঞ্চ ঘাটে ঝুলিয়ে রাখতে হবে।

এতে করে লঞ্চ যাত্রীরা মালামাল নিয়ে আসলে যেন ও্ই তালিকা অনুযায়ী কুলিদেরকে অর্থ দিয়ে চলে যেতে পারে। নির্ধারিত ভাড়া ব্যতীত বেশি ভাড়া নেওয়া যাবে না। ১ জন থেকে ১২ জন পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা নিয়মিত থাকতে হবে। ঈদের সময় কোনভাবে নৌকা যোগে লঞ্চে যাত্রী উঠানামা করা যাবে না। লঞ্চ ঘাটের ১নং গ্যাংওয়ে দিয়ে টিকেট কেটে যাত্রীরা ঘাটের ভিতর প্রবেশ করবে। লঞ্চ থেকে যাত্রীরা নেমে ২ ও ৩নং গ্যাংওয়ে দিয়ে বের হয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা সরকারের সকল নির্দেশনা মেনে চলবে। যাত্রীরা ঈদের যেন নির্বিঘেœ বাড়ি যেতে পারে সেদিকে আমরা সবাই মিলে কাজ করব।

তিনি আরো বলেন কুলিদের পরিচিতি পত্র বা আইডি কার্ড থাকতে হবে এবং তারা যেন যাত্রীদের বযাগ নিয়ে টানা হেচড়া না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। পল্টুনে কোনরূপ মালামাল বা হকার থাকতে পারবে না। ঈদের সময় লঞ্চে নৌকার মাধ্যমে উঠানামা করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন নৌ ফাড়ি পুলিশের কার্যালয়ে ফাড়ির ইন-চার্জ মো: আবু তাহের খানের, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসিম, কোস্ট-গার্ডের নির্বাহী কর্মকর্তা মো: আঃ মালেক, মহিলা ওয়ার্ড কমিশনার ফরিদা বেগম, পরিবহন পরিদর্শক মো: মাহাতাব উদ্দিন শেখ, টিআই মো: রেজাউল করিম,বিআইডব্লিউটিএ এর (সিবিএ) মো: আব্দুছ ছাত্তার, লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার, ঘাট সুপারভাইজার মো: আজগর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

১৷ লঞ্চঘাট নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
২৷ ঘাটের ডেকে কোন মালামাল রাখতে না দেয়া ও হকার বসতে না দেয়া।
৩৷ ঘাটে কর্মরত কুলিদের আইডি কার্ড দেয়া ও তা গলায় ঝুলিয়ে রাখা।
৪৷ মালামাল লোডিং ও আনলোডিং এর সরকার নির্ধারিত চার্জের তালিকা ১ তারিখের মধ্যে দৃশ্যমান স্থানে টানানো।
৫৷ চালক ও স্টাফ কর্তৃক যাত্রীদের অযথা ডাকাডাকি বন্ধ ।
৬৷ সিএনজি ও অটোরিকশা বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত স্থানে পার্কিং করে থাকবে।
৭৷ সিএনজি ও অটোরিকশার ভাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে কোনক্রমেই ২৫ % এর চেয়ে বেশি দাবী করতে পারবেনা( শুধু ঈদ উপলক্ষে)।
৮৷ লঞ্চে ময়লা ফেলার জন্য প্রত্যেক ফ্লোরে পর্যাপ্ত ময়লার ঝুড়ি রাখতে হবে ।
৯৷ লঞ্চ পরিস্কার করে ময়লা আবর্জনা নদীতে ফেলা যাবে না, ঘাটে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পৌরসভা একটি নির্দিষ্ট তারিখ পরপর এসব ময়লা নিয়ে যাবে।
১০৷ ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত কন্ট্রোলরুম খোলা থাকবে।
১১৷ কন্ট্রোলরুমে যে কোন ঘোষনা বা নির্দেশনা দেয়ার জন্য সার্বক্ষণিক মাইক থাকবে।
১২৷ লঞ্চের টপ ছাদে কোন অবস্থায় যাত্রী ওঠানো যাবেনা।
১৩৷ চাঁদপুর থেকে ঢাকাগামী ঈদের পরদিন থেকে লঞ্চ গুলো যাত্রী ধারনক্ষমতা পরিপূর্ণ হয়ে যাওয়া মাত্র ঘাট ছেড়ে যাবে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করবেনা।
১৪৷ ১নং গ্যাংওয়ে দিয়ে যাত্রী ঘাটে ঢুকবে এবং ২ ও ৩ নং গ্যাংওয়ে দিয়ে পল্টুন থেকে বের হবে।
১৫৷ শহর থেকে লঞ্চঘাটে যাওয়া আসার সকল যানবাহন পুলিশ কর্তৃক ওয়ানওয়ে রোড ব্যবহার করবে।
১৬৷ মাঝপথে কোন লঞ্চ নৌকা থেকে যাত্রী কোন অবস্থায় উঠাবেনা ।
১৭। কন্ট্রোলরুমে যাত্রী সাধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে।
১৮৷ লঞ্চঘাটের টয়লেট টি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা হবে।
১৯৷কন্ট্রোলরুমে ও ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা পুলিশ ,নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাবৃন্দ নিয়মিত ডিউটি করবেন।
২০। রাতের বেলা কোন বাল্কহেড চলতে দেয়া হবেনা।
২১৷ ঈদের ৭ দিন আগে ও পরে লঞ্চ চলাচলের রুটে কোন বাল্কহেড চলাচল করতে দেয়া হবেনা। কোষ্টগার্ড এ ব্যাপারে কঠোর নজরদারি করবে।
২২৷ ঈদের আগে ও পরের কয়েকদিন স্কাউট ও রোভার সদস্যগণ নিয়মিত ঘাটে যাত্রীদের সহযোগিতায় মোতায়েন থাকবে।
২৩৷ এ বছর আনসার সদস্যবৃন্দও লঞ্চঘাটে মোতায়েন থাকবে।
২৪৷ আজকের মধ্যে লঞ্চঘাটের গ্যাংওয়ের দুপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews