মানিক দাসঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ১৪ মামলার আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে ‘রবিন ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জ থানার রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা ১৩ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে গ্রেপ্তার করে। রবিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চান্দিরগাঁও গ্রামে।
র্যাব জানায়, ভিকটিম রুহুল আমিন (৪০) সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একজন বিক্রয় প্রতিনিধি। সে দিনের বেলায় ডিপো থেকে পণ্য নিয়ে মোটরসাইকেলযোগে বিক্রয় করে রাতের বেলায় ডিলারের নিকট পণ্য বিক্রয়লব্ধ অর্থ জমা দিতেন। প্রতিদিনের ন্যায় ভিকটিম ঘটনার দিন গত ১১ নভেম্বর সকালে ডিপো থেকে পণ্য নিয়ে তা ফরিদগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলযোগে ডিলারের নিকট বুঝিয়ে দিতে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেপ্তার আসামি রবিন ও তার সহযোগী পলাতক আসামি ভিকটিমের গতিরোধ করে তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে ভিকটিম আসামিদের পিছু নেয়।
এক পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সাকিনের সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুর গামী পাকা রাস্তার উপর লোকজন দেখে ভিকটিম সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার করে। গ্রেপ্তার আসামি রবিন আগ্নেয়াস্ত্র দ্বারা রুহুল আমিনকে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করে।
গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।