শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা (বিসিএস) বিসিএস দেয়া যাবে সর্বোচ্চ চারবার মতলব উত্তরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা চর্যাপদ একাডেমির সভাপতির দায়িত্ব পেলেন আয়শা আক্তার রুপা মতলব উত্তরে রবি মৌসুমের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম বীরগঞ্জে ইট ভাটায় দূর্ধষ ডাকাতি, ২ লক্ষ ২৮ হাজার টাকার মালামাল লুট নেশাখোরদের সঙ্গে থেকে যা শিখেছেন পরীমণি জুলাই-আগস্ট গণহত্যা মিরপুরের সাবেক ডিসি জসিম কারাগারে বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

সুনামগঞ্জে ইয়াবা ও বিস্কুটসহ ৩ চোরাকারবারী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত হয়েছে

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ সদর ও মধ্যনগর উপজেলা সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিস্কুট ও ইয়াবাসহ ৩জন চোরাকারকারীকে গ্রেফতার করেছে। আজ শনিবার (১২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে-গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও পূর্বপাড়া গ্রামের চোরাকারবারী জাহাঙ্গীর আলম (২৯) কে ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে রাত ১১টায় এই উপজেলার বোগলাবাজার ইউনিয়নেরর গাছগড়া গ্রামের চোরাকারবারী হাসান আলী (৪৫) ও একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের হাবিবুর রহমান (২১) কে ভারত থেকে পাচাঁরকৃত ১০ হাজার ৫৯ প্যাকেট বিস্কুটসহ গ্রেফতার করে র‌্যাব। পরে রাতেই তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়। কিন্তু আজ শনিবার (১২ আগস্ট) ভোরে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা দিয়ে একাধিক মামলার আসামী হযরত আলী, লেংড়া জামাল, কলাগাঁও এলাকা দিয়ে রফ মিয়া, সাইফুল মিয়া, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে আনোয়ার হোসেন বাবলু, সুলতান মিয়া, রুবেল মিয়া ও খোকন মিয়াগং রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে বিপুল পরিমান কয়লা ও চুনাপাথর পাচাঁর করাসহ হাইকোর্টে নির্দেশ অমান্য করে বাংলা কয়লা ও মাদকদ্রব্য ইঞ্জিনের নৌকা বোঝাই করে নদীপথে নেত্রকোনা জেলার কলমাকান্দা নিয়ে যায় এবং প্রতিনৌকা অবৈধ কয়লা ও চুনাপাথর (২০-৩০) থেকে সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে ৩০ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা নিলেও এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়নি। গত ৩মাস যাবত এই সীমান্ত দিয়ে ওপেন চোরাচালান হচ্ছে বলে জানা গেছে।
এব্যাপারে র‌্যাব ৯, সিপিসি ৩ এর সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মতিয়ার রহমান ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান সাংবাদিকদের জানান- গ্রেফতারকৃত ৩ চোরাকারবারীর বিরুদ্ধে থানায় পৃথক মামলা দিয়ে কারাঘারে পাঠানো হয়েছে। সীমান্ত চোরাচালান, জুয়া ও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com