গণসংযোগে আসা জনতার উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন,
“এ দেশকে দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও অবিচারের খপ্পর থেকে মুক্ত করতে হলে ইনসাফভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের আমানত রক্ষা করা, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং চাঁদপুরকে সুশাসন ও উন্নয়নের মডেল জেলায় রূপান্তর করাই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও বলেন,
“অনেক প্রতিশ্রুতি শুনে দেশের মানুষ আজ ক্লান্ত। এখন তারা বাস্তব পরিবর্তন চায়, ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান চাই। আমি পরিষ্কারভাবে জানাতে চাই—এই আসনের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়াই আমার রাজনীতির উদ্দেশ্য। ক্ষমতা নয়, প্রকৃত জনসেবাই হবে আমার পরিচয়।”
গণসংযোগে স্থানীয় জনগণ প্রার্থীকে বিভিন্ন সমস্যা তুলে ধরেন—নাগরিক সুবিধার সংকট, সড়ক উন্নয়ন, পানি–বিদ্যুতের জটিলতা, শিক্ষা-স্বাস্থ্য সেবার দুরাবস্থা ইত্যাদি বিষয়ে তিনি তাৎক্ষণিক প্রতিশ্রুতি দেন যে—জনগণের আস্থা পেলে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, মোহাম্মদ ইয়াকুব, হেলাল উদ্দিন, প্রমুখ।
খেলাফত মজলিসের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ বলেন,
“চাঁদপুরের রাজনীতিতে শুদ্ধতার সূচনা করতে হলে যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্বকে বিজয়ী করতে হবে। তোফায়েল আহমেদ সেই যোগ্যতার প্রতিনিধিত্ব করেন।”
গণসংযোগে ওয়্যারলেস এলাকার মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে নির্বাচনকে কেন্দ্র করে জনতা আবারও ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পথে সমবেত হচ্ছে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন।