মানিক দাসঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জনের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা । এর মধ্যে বৈধ ঘোষণা করেছেন ২৮টি এবং ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন ২৮জন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীত বাতিল বলে ঘোষণা করা হয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন প্রার্থী। তার মধ্যে মনোনয়ন পত্র বাতিল হয় ৩ প্রার্থীর। তারা হলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেন।
চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ১২ প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর ১জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই আসনে প্রার্থীতা বাতিলের তালিকায় আছেন হলফনামায় স্বাক্ষর না থাকায় জামায়াত প্রার্থী ডা: আবদুল মুবিন, ঋণখেলাপী ও এক পারসেন জনসমর্থনে জটিলতা থাকার কারণে সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ঋণখেলাপীর জন্য লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, হলফনামায় গলদ থাকায় আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করেন আবদুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না করায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আব্বাস উদ্দিন, ইসলামী ফ্রন্ট আব্দুল মালেক বুলবুল ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন। এছাড়াও
চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়ন বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, মনোনয়ন বাতিল হওয়া সকল প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন।