বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Casino app ekte penger: Alt du trenger å vite দুই মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে প্যাপিরাস পাঠাগার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাইমচরে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া সম্পন্ন চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযান।স্টেডিয়ামের আলম ব্রাদার্স কে  ২,০০,০০০/- টাকা জরিমানা। ফসলি জমির উর্বর মাটি বিক্রি!!ব্যাবস্থা নেয়ার আশ্বাস উপজেলা সহকারি কমিশনার ভূমির  ছবিতে অসঙ্গতি তুলে ধরে চাঁদপুরবাসীকে সংশোধন করবেন’ ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন বৈধ হলো যাদের চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু ও বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মালোচনা সভা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান—শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি হানিফ খানের দাফন সম্পন্ন 

চাঁদপুরের পাঁচটি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল 

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জনের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা । এর মধ্যে বৈধ ঘোষণা করেছেন  ২৮টি এবং ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন ২৮জন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীত বাতিল বলে ঘোষণা করা হয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন প্রার্থী। তার মধ্যে মনোনয়ন পত্র বাতিল হয় ৩ প্রার্থীর। তারা হলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেন।
চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ১২ প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর ১জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই আসনে প্রার্থীতা বাতিলের তালিকায় আছেন হলফনামায় স্বাক্ষর না থাকায় জামায়াত প্রার্থী ডা: আবদুল মুবিন, ঋণখেলাপী ও এক পারসেন জনসমর্থনে জটিলতা থাকার কারণে সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ঋণখেলাপীর জন্য লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, হলফনামায় গলদ থাকায় আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করেন আবদুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না করায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আব্বাস উদ্দিন, ইসলামী ফ্রন্ট আব্দুল মালেক বুলবুল ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন। এছাড়াও
চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়ন বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, মনোনয়ন বাতিল হওয়া সকল প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com