আসমা আক্তার।।
শীতের তীব্রতায় যখন নদীপাড়ের জীবন আরও কঠিন হয়ে ওঠে, ঠিক সেই সময় শীতার্ত জেলেদের পাশে দাঁড়িয়েছে মানবিক উদ্যোগ।

ক্লীন চাঁদপুর এর উদ্যোগে এবং চাঁদপুর রোটারী ক্লাবের সহযোগিতায় জেলার অসহায় জেলেদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত জেলেরা কম্বল গ্রহণ করেন। প্রচণ্ড শীতের কারণে জেলেদের কষ্ট লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে ক্লীন চাঁদপুরের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
তারা আরও জানান, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।