1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

চাঁদপুরে হরিণার  আড়ৎ গুলোতে  প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক টন ইলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত হয়েছে

মানিক দাস // চাঁদপুর শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে দক্ষিণাঞ্চলের আমদানি করা ইলিশ বিক্রি হলেও স্থানীয় আড়ৎগুলোতে বিক্রি হয় পদ্মা-মেঘনার ইলিশ। এসব ইলিশ জেলেরা সরাসরি নদী উপকূলীয় ছোট আড়ৎগুলোতে এনে বিক্রি করেন। চাঁদপুর  সদর উপজেলার হরিণা ফেরিঘাটে ইলশের ভর মৌসুমে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই টন ইলিশ বিক্রি হচ্ছে বলে মৎস্য ব্যবসায়ীরা জানান।

১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে হরিণা ফেরিঘাটের মৎস্য আড়তে গিয়ে দেখাগেছে স্হানীয় নদীর ইলিশ বেশীর ভাগই খুচরা ক্রেতা। এছাড়া অল্প কয়েকজন মৎস্য ব্যাবসায়ী রয়েছেন যারা জেলেদের কাছ থেকে ইলিশ ক্রয় করে বিভিন্ন হাট বাজারগুলোতে বিক্রি করে থাকে।
বহরিয়া এলাকার জেলে আমিনুল ইসলাম জানান,  সকাল থেকে পাওয়া ইলিশ বিক্রি করেছেন ১৩০০টাকা। এক সপ্তাহ আগে তেমন ইলিশ পাওয়া যায়নি। তবে এখন ছোট-বড় মিলিয়ে কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। যারা বড় নৌকা নিয়ে ইলিশ ধরতে সাগর এলাকায় যান তারা পরিমাণে বেশী পান। ওই সব নৌকায় জেলে থাকে ১০-১৫জন।
ফরিদগঞ্জ উপজেলা থেকে  ইলিশ ক্রয় করতে আসা আক্তার হোসেন বলেন, এখানে আসলে জেলেদের ধরে আনা তাজা ইলিশ ক্রয় করা যায়। দাম বেশী হলেও ইলিশ পাওয়া যায় টাটকা। এক কেজি ওজনের ইলিশ বর্তমানে ক্রয় করেছি ১৮০০টাকা করে। ছোট সাইজের ইলিশ প্রতি হালি বিক্রি হয় ৫০০ থেকে ৭০০টাকা।
হরিণা আড়তের প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল জানান, ইলিশ কম-বেশী পাওয়া যাচ্ছে। তবে নদীতে পানি কমে যাচ্ছে। এরপর আগামী মাসের শুরুর দিকে শুরু হবে মা ইলিশ রক্ষায় অভিযান। তখন জেলের অবসর হয়ে পড়বে।

অপর আড়তদার মোক্তার হোসেন বলেন, এই আড়তে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই টন ইলিশ বিক্রি হয়। অর্থাৎ ৪০ থেকে ৫০মণ। ক্রেতাদের মধ্যে খুচরা ক্রেতার সংখ্যাই বেশী। এখানে জেলেরা ইলিশ নিয়ে আসলে হাকডাক দিয়ে মুহুর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। ইলিশে জমিয়ে রাখার কোন সুযোগ থাকে না। যে কারণে আমাদেরকে ইলিশ বরফ দিয়ে রাখতে হয় না। তাজা ইলিশ ক্রয় করার জন্য জেলা সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষীপুর, কুমিল্লা,ফেনী সহ আসপাশের জেলা থেকে অনেক ক্রেতা হরিণা ফেরী ঘাটে এসে ইলিশ কিনছে ।

তিনি আরো বলেন, আমাদের আড়তে আজকে ১ কেজি ১০০-২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০টাকা। আর ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ইলিশ প্রতিকেজি ১২০০ থেকে ১৩০০টাকা। ছোট সাইজের ইলিশ প্রতি হালি বিক্রি হয় ৫৫০-৭০০টাকা।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, জেলেদের সাথে কথা বলে জেনেছি তারা এখন কম-বেশী ইলিশ পাচ্ছে। যাদের ইলিশ ধরার জালের ফাঁদ বড় তারা বড় সাইজের ইলিশ পায়। আর যারা কারেন্টজাল অথবা অন্য জাল দিয়ে মাছ ধরে তারা ছোট ইলিশ পায়। তবে অনেকে জেলে ইলিশ পেলেও বলতে চায় না পেয়েছি। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সাগরের ইলিশ আসলে স্থানীয় আড়তগুলোর ইলিশ সব পদ্মা-মেঘনার। এসব ইলিশের স্বাদ বেশী হওয়ায় চাহিদাও বেশী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews