ঘটনাটি ঘটেছে রোববার (২৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের নিজ বাসায়। মোঃ নেছার উদ্দিনের মেয়ে সানজিদা নেছার ঐশি(২০) মেডিকেলে কলেজে পড়া শুনা করতে চান্স না পাওয়ায় মনের রাগ ক্ষোভে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেচেঁ নিয়েছে।
পারিবারিক ভাবে জানাযায়, আত্মহত্যাকারী সানজিদা নেছার ঐশি মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে তার পিতা
মোঃ নেছার উদ্দিনকে মেডিকেলে ভর্তির জন্য সমিতি থেকে ১৩ লাখ টাকা তুলে দিতে বলে। টাকা না দিলে আত্মহত্যা করার হুমকি দেয়। যে কথা সেই বাক্য। রোববার দিনের যে কোনো সময় সানজিদা নেছার ঐশি তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। বিকালে পরিবারের লোকজন সানজিদা নেছার ঐশির কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার কক্ষ থেকে ঐশিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তরিঘরি করে নামিয়ে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বিকাল সাড়ে ৪ টায় চিকিৎসক আনিসুর রহমান পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করে। মৃত সানজিদা নেছার ঐশির গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামে। ১ বোন ১ ভাইয়ের মধ্যে সে সবার বড় সন্তান ছিল।