1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটি গঠন।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পঠিত হয়েছে

জাতিয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার  ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ শুক্রবার সকাল দশটায় নাটোর দীঘাপতি রাজার, রাজবাড়ীর আনন্দময়ী কালী মাতার মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের জমায়েত হয় । সম্মেলনে নাটোর জেলার সকল উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত হন।প্রদীপ লাকড়ার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন এ্যডভোকেট বাবুল রবিদাস ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্র কমিটি ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নাটোর জেলা । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণেশ মার্ডী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী জেলা কমিটি।সুধীর কুমার মৈত্র ,বিশিষ্ট শিক্ষাবিদ, নাটোর। আব্দুর রাজ্জাক ,সীমা ইসলাম, শিবলী সাদিক নবীউর রহমান পিপলু। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছোটন সরদার। রাজশাহী মহানগর  সভাপতি  মুকুল বিশ্বাস। মহানগর কমিটির দপ্তর সম্পাদক শ্রী সুশান্ত সরদার উপস্থিত ছিলেন নওগাঁ জেলার আহ্বায়ক আমিন কুজুর , রূপচাঁদ লাকড়া, নারী নেত্রী নীতি পাহান।এবং স্থানীয় সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নাটোর জেলার সকল আদিবাসী গ্রামের প্রতিনিধি ও সুশীল সমাজের মানুষজন ‌।এসম্মেলনে বক্তারা বলেন জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালে গঠিত হয়েছে এবং নির্দিষ্ট একটি গঠনতন্ত্র রয়েছে। সে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।রাজশাহী সদর দপ্তর থেকে পরিচালিত করছে । নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে সাংগঠনিক নীতিমালায়।গঠনতন্ত্র মেনে এই সংগঠনে মূলধারার নেতাকর্মী, প্রতিষ্ঠাতা সদস্য, সংগ্রামী ও ত্যাগী নেতাগণ নেতৃত্ব প্রদান করছেন। গঠনতন্ত্র অবমাননা করে যারা জাতীয় দিবস পরিষদকে কলঙ্কিত করছে। তারা আদিবাসী জনগোষ্ঠীর মঙ্গল কামনা করতে পারে না ।এই গঠনতন্ত্র আলফ্রেড সরেন, অনিল মারান্ডি, প্রদীপ বিশ্বাস, সবিন মুন্ডা, সুধীর সরদারের মত শহীদ সংগ্রামী ও ত্যাগী নেতার স্মৃতিচারণ করে। যে কেউ নিজ ইচ্ছামতো গঠনতন্ত্রের বাইরে কোন সিদ্ধান্ত নিলে  তাদের প্রতি অকৃতজ্ঞতা  করা হয়। যারা পদের লোভে জাতীয় আদিবাসী পরিষদ কে অবমাননা করছে। অযৌক্তিক ইন্ধনে সংগঠনের ফাটল ধরাচ্ছে, আমরা তাদের বয়কট করছি। সকল সমাজের মানুষজনদের বিশেষ সচেতন থাকতে হবে ।তাদের কোন কুপরামর্শ গ্রহণ করা যাবে না। তারাই যেন সচেতন হয়ে আবারো পুনরায় নিজেদের সংগঠনে ফিরে আসে তার সুযোগ দিতে হবে। সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার কমিটি গঠনে। গণকণ্ঠ নির্বাচনে নরেশ চন্দ্র ওরাও সভাপতি। প্রদীপ লাকড়া সাধারণ সম্পাদক এবং বেলাল তেলিকে সংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews