1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চাঁদপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের অংশগ্রহণ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২৮ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি অব্যাহত আছে। ৫ম দিনের কর্মসূচিতে দিনভর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করেছেন। এর আগের দিন সচিবালয়ের গেইটে অবস্থান করে রাজপথে শুয়ে দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে ১৪ জুলাই থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এদিন থেকে দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কজুড়ে অবস্থান নেন। এর মধ্যে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত চাঁদপুর পৌরসভার সচিব ও এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম ভূইয়া ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কোনো আশ্বাস নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমরা আন্দোলন থেকে পিছু হটব না। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথে প্রেসক্লাবের সামনেই অবস্থান করব। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে আমাদের এ আন্দোলন। কেউ যদি মনে করেন, এক বা দুই দিনের মধ্যে দাবি আদায় করে ঘরে ফিরে যাবেন তাদের ধারণা ভুল। দাবি আদায় করতে হলে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। কখন কী করতে হবে সেই নির্দেশনা সময়মতো আসবে। চাঁদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ধৈর্য্য ধরার আহ্বান জানান। বাংলাদেশের ৩শ ২৮টি পৌরসভার গত ৫ দিন ধরে সকল দাপ্তরিক কাজ ও সেবা প্রদান বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে পৌর নাগরিকগণ।

চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ নিজ উদ্যোগ গ্রহণ করে এ আন্দোলন চলার কারণে প্রকৃত জাত সুইপারদের দিয়ে গত ২ দিন ধরে শহরের অলি গলি ও ডাস্টবিনের ময়লার স্তুপ অপসারণ করে পৌর নাগরিকদের চলাচলের পথ সুগম করে দিচেছন। এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ আন্দোলনের ফলে শুধুমাত্র পানি সরবরাহ ব্যতীত অন্য সকল সেবা চাঁদপুর পৌরসভায় বন্ধ রয়েছে। যার কারণে পৌরবাসীর বিভিন্ন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। মানুষ পৌরসভায় নানা কাজে এসে ফেরত যাচ্ছে ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews