মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাত ১২ টার পর কোনো প্যান্ডেলে কার্যক্রম করা যাবে না। ডিজে না বাজানোর পক্ষে। ঢাক ঢোল দিয়ে পূজা করা হবে। কোনো ভাবেই প্রতিমার কাঠামো উম্মোক্ত রাখা যাবে না। স্ব স্ব কারিগরদের আনুরোধ করা হয় বিশেষ করে প্রতিটি প্রতিমার পেছনের অংশ ফাঁকা না রেখে কাপড় দিয়ে ঢেকে দেয়ার জন্য কারিগরদের প্রতি অনুরোধ করা হয় এবং প্রতিমা যেন সুন্দর ভাবে সাজানো হয়।
২৪ এর ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জেলাতে আমাদের সম্প্রদায়ের মানুষরা বহু মবের স্বিকার হয়েছে। আমরা চাঁদপুর জেলায় অনেক ভাল আছি। চাঁদপুর দিয়ে বিচার করলে চলবে না। দেশের ৬৪ জেলা নিয়েই আমাদের চিন্তা করতে হবে।সরস্বতী পূজা যুব সমাজ আয়োজন করে থাকে। ডিজে কেউ বাজালে তা প্রশাসন থেকে অনুমতি নিয়ে করবেন। প্রশাসন যদি কোনো ব্যবস্হা নেয় তার দায় দায়িত্ব জেলা পূজা উদযাপন পরিষদ নেবে না। কোনো ভাবেই চুরি করে বিদ্যুত ব্যবহার করা যাবে না। বিদ্যুতের জন্য বরাদ্ধ রাখতে হবে। চাঁদপুররের মতো অন্য জেলায় পূজার আনন্দ হয় না। তাই এবছর চাঁদপুরে সরস্বতী পূজার মিছিল বের করা হবে।
এসময় বক্তব্য রাখেন, সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপনৃঐৃৃ পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারন সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ সূত্রধর, মানিক লাল ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, সারদঅঞ্জলি ফোরামের সভাপতি রিপন সাহা, চাঁদপুর পৌর মহা শ্মশানের সাধারন সম্পাদক তমাল ভৌমিক, মজুমদার বাড়ি পূজা কমিটির সভাপতি বাদল মজুমদার, সাধারন সম্পাদিত ঝন্টু দাসসহ বিভিন্ন পূজারী বৃন্দ।