সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফসলি জমির উর্বর মাটি বিক্রি!!ব্যাবস্থা নেয়ার আশ্বাস উপজেলা সহকারি কমিশনার ভূমির  ছবিতে অসঙ্গতি তুলে ধরে চাঁদপুরবাসীকে সংশোধন করবেন’ ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন বৈধ হলো যাদের চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু ও বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মালোচনা সভা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান—শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি হানিফ খানের দাফন সম্পন্ন  খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের মিলাদ ও দোয়া জাতীয় আদিবাসী পরিষদের চাপাইনবয়াবগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত ভালো মানুষরা কখনো অনিয়ম দূর্নীতির সাথে সম্পৃক্ত হয়না –জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ। ফরিদগঞ্জে আইফার মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অভিষেক ছবিতে অসঙ্গতি তুলে ধরে চাঁদপুরবাসীকে সংশোধন করবেন —- জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন বৈধ হলো যাদের

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর নামে জমা দেওয়া ৩টি মনোনয়নপত্রের কার্যক্রম যাচাই-বাছাই ছাড়াই সমাপ্ত ঘোষণা করেছে ইসি। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন এবং হবিগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

তবে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, মনোনয়নপত্রে স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় তার মনোনয়ন প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে আটক করা হয়।

দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। মাগুরা-২ আসনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া হলফনামায় তথ্য গোপন ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ আসনে একজন, গোপালগঞ্জের দুটি আসনে ১০ জন, চাঁদপুরের তিনটি আসনে ১০ জন, রংপুরে দুজন, গাজীপুরের তিনটি আসনে ১২ জন, বাগেরহাটের চারটি আসনে ৫ জন, মেহেরপুরের দুটি আসনে ৫ জন এবং জয়পুরহাটের দুটি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জন, লক্ষ্মীপুরে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com