ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর নামে জমা দেওয়া ৩টি মনোনয়নপত্রের কার্যক্রম যাচাই-বাছাই ছাড়াই সমাপ্ত ঘোষণা করেছে ইসি। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করার সুযোগ রয়েছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন এবং হবিগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
তবে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, মনোনয়নপত্রে স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় তার মনোনয়ন প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে আটক করা হয়।
দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। মাগুরা-২ আসনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া হলফনামায় তথ্য গোপন ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ আসনে একজন, গোপালগঞ্জের দুটি আসনে ১০ জন, চাঁদপুরের তিনটি আসনে ১০ জন, রংপুরে দুজন, গাজীপুরের তিনটি আসনে ১২ জন, বাগেরহাটের চারটি আসনে ৫ জন, মেহেরপুরের দুটি আসনে ৫ জন এবং জয়পুরহাটের দুটি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জন, লক্ষ্মীপুরে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।