রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

একটি জীবনের মূল্য ৩ লাখ ৭৫ হকজার টাকা  চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার  // চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার জীবনের মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার বাগরাবাজার এলাকার সোবাহানপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিব মাল সোবাহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে মুজিব মাল বাইসাইকেল চালিয়ে বাগরাবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই দূর্ঘটনায় জড়িত দু মোটরসাইকেল আরোহিকে জনতা আটক করে চাঁদপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিন রাত ৮ টায় চাঁদপুর মডেল থানায় আটক মোটরসাইকেল আরোহিদের সাথে ৩ লাক ৭৫ হাজার টাকায় রফাদফা করে মুজিব মালের মরদেহ ময়না তদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে দাফন করা হয়। আটক মোটরসাইকেল আরোহিদের থানা থেকে ছারিয়ে নিয়ে যাওয়া হয়।
মুজিব মালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com