মানিক দাসঃ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্রীরামদিতে হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের সামনে এই ঘটনাটি ঘটে।
তথ্য অনুযায়ী, ৬৫ বছর বয়সী দেলোয়ার হোসেন দেলু গাজী নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় একই এলাকার সায়েম মুন্সী মোটরসাইকেল চালাচ্ছিলেন দ্রুত গতিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দেলু গাজীর ওপর উঠে যায়।
মোটর সাইকেলের ধাক্কায় দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে দেলু গাজীর অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুইজনেরই শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসক জানানো। আর সবচেয়ে বেশি আহত হয়েছেন দেলোয়ার হোসেন দেলু গাজী। একই এলাকার বাসিন্দা হওয়ায় ঘটনাটি সবাইকে আরও বেশি হতভম্ব করেছে। বর্তমানে উভয়েই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।